
স্টাফ রিপোর্টার ভোলা।।
আওয়ামীলীগকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা এত সহজ নয়,আওয়ামীলীগ এখন অনেক শক্তিশালী ও পরিনত দল। জনগণের ভোটের মধ্যে দিয়ে পরপর তিনবার ক্ষমতা এসে দেশের ব্যাপক উন্নয়ন করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশকে এখন মধ্যেম আয়ের দেশে নিয়ে গেছে। তাই আমার বিশ্বাস আমরা জনগণের ভালোবাসা পুরোপুরি অর্জন করতে পেরেছি। আর জনগণের শক্তি ও ভালোবাসা আমাদের সাথে আছে বলেই আমাদেরকে ক্ষমতা থেকে সরানো এতো সহজ কথা নয়। এসব কথা বলছেন ৬৯ অভ্যুত্থানের মহানায়ক, সাবেক ডাকসুর ভিপি, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা সেই মহান নেতা, বাংলাদেশের কিংবদন্তী পার্লামেন্টারিয়ান ও প্রবীণ রাজনীতিবিদ, সাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুইবারের অত্যন্ত সফল শিল্প ও বাণিজ্যমন্ত্রী ভোলা (১) আসনের সংসদ বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
গতকাল বিকেলে ভোলা সদরের পরানগঞ্জ মাদ্রাসা মাঠে কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশাল জনসবায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা গুলো বলেন, তিনি আরও বলেন,
আওয়ামীলীগ ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে ক্ষমতায় এসে বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনের রুপান্তরিত করেছে। আর বিএনপির মির্জা ফখরুল ইসলাম বলে আমাদের নাকি ক্ষমতা থেকে উচ্ছেদ করবে। বিএনপি শুধু বিবৃতি দিয়ে যাচ্ছে। আর দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছি আমরা।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকীব প্রমূখ।