মামুন মিঞা
সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদপুর।।
জেলা ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের মদপান ২ ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মদ পান আসক্ত অবস্থায় মধ্যরাতেই দুই শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। শনিবার সকালে ২ছাত্রীর মৃত্যু হয়।
নিহত ২ ছাত্রীর পরিচয়ঃ— অনার্স প্রথম বর্ষের ছাত্রী পূজা বিশ্বাস -২০-।পূজা মাগুরা জেলার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে।
অপরজন সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রী পড়ুয়া রত্না সাহা -২৬-। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪নং ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে। রত্না পড়ালেখার পাশাপাশি শহরের একটি ক্যাফেটেরিয়ায় পার্টটাইম চাকরি করত।
নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়- সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই-২- ছাত্রী শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত।
তাদের বাসায় থাকা অপর চাকরিজীবি নারী বিথি সাহা জানান- শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে তারা। তাদের অবস্থা ক্রমশ অবনতি ঘটলে মধ্যরাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়- নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়- অপরজন চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ টার দিকে মারা যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদ উজ্জামান বলেন,‘শনিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় দুই নারী অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে। নিহত পূজা ও রত্না গতকাল সন্ধ্যায় পূজা দেখতে বের হয।
অতঃপর রাত ১০টার পরে তারা বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের খালা বিথি তাদের প্রথমে ফরিদপুর সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে দুজনের মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।